বৈশ্বিক বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০১ ১৪:০৫:২৬
ওপেক প্লাস এর বৈঠকের প্রাক্কালে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মূলত মে মাসে উৎপাদকরা তাদের সরবরাহ বাড়াবেন এমন আশ্বাসের বিপরীতে দাম বাড়ে। ওপেক প্লাসের এক সভায় উদ্বেগ প্রকাশ করা হয় যে করোনাভাইরাসের ক্রমবর্ধমান পরিস্থিতি বিশ্বব্যাপী ক্রমেই অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির ওপর প্রভাব বিস্তার করবে। খবর রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যসংক্রান্ত বিষয় নিয়ে ওপেক প্লাসের নির্ধারিত এ বৈঠক আজ অনুষ্ঠিত হবে। মূলত চলতি মাসে কভিড-১৯ মহামারীর কারণে ইউরোপে লকডাউন বৃদ্ধি, ভ্যাকসিনের ধীরগতির সরবরাহ, ভারত ও ব্রাজিলে কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়া নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের ঘোষণা আসার পরই মে মাসের জন্য সরবরাহ চুক্তিতে ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বৃদ্ধিতে ৩২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৪৬ সেন্টে পৌঁছে। এর আগে মঙ্গলবার ১ দশমিক ৩ শতাংশ কমেছিল। এছাড়া জুনে সরবরাহ চুক্তি অনুযায়ী ব্রেন্টের দাম দশমিক ৪ শতাংশ বৃদ্ধিতে ২৫ সেন্ট বেড়ে দাঁড়িয়েছিল ৬৪ ডলার ৪২ সেন্টে।
সানবিডি/এনজে