খরচ কমছে চাল আমদানিতে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০১ ১৪:১৯:৫৩
দেশের চালের সংকট কাটাতে গত সপ্তাহে ৫০ হাজার টন নন-বাসমতী সিদ্ধ চাল ভারতের পিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড থেকে ১৭৭ কোটি ১০ লাখ ৯০ হাজার ৪০০ টাকা ব্যয়ে আমদানি করার অনুমতি দেয় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল একই পরিমাণ চাল আমদানিতে ব্যয় অনুমোদন করা হয়েছে ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। ফলে আন্তর্জাতিক বাজার থেকে সপ্তাহের ব্যবধানে চাল আমদানিতে খরচ কমেছে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ৫০ হাজার টন নন-বাসমতী সিদ্ধ চাল ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। গত সপ্তাহে যা ছিল বেশি।
সানবিডি/এনজে