কুয়েতে আবাসনের জন্য আকামা পরিবর্তনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৩ ১১:৪৪:৫৮


কুয়েতে শিল্প কারখানায় বিনিয়োগকারী প্রবাসীদের রেসিডেন্সি (আকামা) নবায়ন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব রেসিডেন্সি দফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাণিজ্যিক বা শিল্প কারখানায় বিনিয়োগকারী বা অংশীদার হিসেবে কুয়েতে আবাসনের জন্য প্রবাসীকে অনুমতি দেয়া হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী কোম্পানির প্রবাসীদের অংশীদারত্বের পরিমাণ কমপক্ষে ১,০০,০০০ দিনার হতে হবে।

এই ব্যবস্থা এমন সময়ে আসে যখন ৬০ বছরের বেশি বয়সী এবং ডিপ্লোমা বা তার নিচে থাকা প্রবাসীদের আকামা নবায়ন করা হচ্ছে না। তারা ফ্যামিলি ভিসায় স্থানান্তরিত হয়ে কুয়েত অবস্থান করতে পারবেন কিংবা তাদের স্বদেশে চলে যেতে হবে।

যাদের ফ্যামিলি ভিসায় স্থানান্তরিত হওয়ার সুযোগ নেই তারা ব্যবসা-বিনিয়োগের নতুন সুবিধায় আকামা নিয়ে কুয়েতে অবস্থান করতে পারবেন।

আল আনবার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতি ও প্রবাসীরা মোবারক আল কাবীরের রেসিডেন্সি অ্যাফেয়ার্সের সুচারু ও সহজ কাজের প্রবাহের প্রশংসা করেছেন।

যাদের পূর্বের নিয়োগ ছিল কেবল তাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার অনুমতি দেয়া হয়েছে, তাদের লেনদেন প্রক্রিয়া শৃঙ্খলার মধ্যে যা মাত্র কয়েক মিনিট সময় নেয় কোম্পানি বা ব্যক্তির জন্য যে কোনো লেনদেন সম্পন্ন করতে।