বর্ষাকালের রুপে ফিরেছে তিস্তার পানি প্রবাহ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-০৩ ২০:১৮:৩৭


দেশজুড়ে চৈত্রের দাবদাহ চলছে।কোথাও একফোঁটা বৃষ্টির দেখা নেই।অথচ হঠাৎ করেই বর্ষাকালের রূপ নিয়েছে তিস্তা নদীর পানিপ্রবাহ। নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে উজানের স্রোতধারায় পানি প্রবেশ করছে হু হু করে, যা দ্রুত তিস্তা ব্যারাজ অতিক্রম করে চলে যাচ্ছে ভাটির দিকে।

গত কয়েকদিন আগেও প্রমত্তা এই নদীর বুকে যে ধু-ধু বালুচর দেখা গিয়েছিল, তা যেন নিমিষেই নদীর পানিতে চাপা পড়ে গেছে। সেচ ক্যানেলগুলো পানিতে টইটম্বুর হয়ে পড়েছে। ভরা তিস্তায় জেলেদের জালে ধরা পড়ছে বৈরালি মাছ।

চলতি বোরো আবাদে তিস্তা ব্যারাজ কমান্ড এলাকার নীলফামারী, রংপুর, দিনাজপুর জেলার ১১ উপজেলায় ৬৫ হাজার হেক্টরে সেচ চলমান রয়েছে। তিস্তার সেচ ক্যানেলগুলো এখন পানিতে টইটম্বুর।

‍আজ শনিবার (৩ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, উজান থেকে আসা পানির স্রোত নদীজুড়ে বয়ে চলছে।

ডালিয়ার তিস্তা নদীর পানি পরিমাপক অফিস বলছে, দুদিনে উজানের ঢলে তিস্তায় এখন প্রায় ১৫ হাজার কিউসেকের মতো পানিপ্রবাহ চলছে। এর আগে পানিপ্রবাহ ছিল মাত্র এক হাজার ৮০০ কিউসেক।

তিস্তাপাড়ের বাইশপুকুর চরের জেলে রমজান আলী জানান, নদীর পানি কমে যাওয়ায় মাছও ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। দুদিন ধরে উজানের জোয়ারে নদী এখন পানিতে ভরে গেছে। মাছও পাওয়া যাচ্ছে প্রচুর।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র মতে, বৃহস্পতিবার তিস্তার পানিপ্রবাহ ছিল ৪৯ দশমিক ৭০ মিটার। পরদিন শুক্রবার ১০০ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ৫০ দশমিক ৭০ মিটারে। শনিবার দুপুর পর্যন্ত আরও ৬৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানিপ্রবাহ দাঁড়ায় ৫১ দশমিক ৩৫ মিটারে। পাশাপাশি উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত ছিল। এতে প্রাণ ফিরে পেয়েছে শুকিয়ে যাওয়া নদী।

সানবিডি/এনজে