লেনদেনের শুরুতেই বড় সূচক পতন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৪ ১১:২০:৫৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে বড় ধস দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের ত্রিশ মিনিটের মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১১৭ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মাত্র আধা ঘণ্টায় ডিএসইর ডিএসইএক্স ১১৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৩ পয়েন্টে দাঁড়ায়। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১১৭৫ পয়েন্টে এবং ১৯২৯ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে ২৫২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ১০টির দর বেড়েছে, দর কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আর আধাঘণ্টায় ডিএসইতে ৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:২০/৪/৪/২০২১