৪ হাজার কোটি রুপি ছাড়িয়েছে শ্রীলংকার চা রফতানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৪ ১৪:০২:১৫


চলতি ২০২১ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চা ব্যবসায় বেশ ভালো লাভ হয়েছে বলে জানিয়েছে শ্রীলংকার চা বোর্ড।এ সময়ে তারা কেবল চা রফতানি করেই আয় করেছে ৪ হাজার ১০০ কোটি রুপি। এছাড়া গত বছরের তুলনায় তাদের চা উৎপাদনও হয়েছে অনেক বেশি। সাম্প্রতিক এক বিবৃতিতে শ্রীলংকার চা বোর্ড এসব তথ্য জানিয়েছে। খবর ডেইলি নিউজ।

এ ব্যাপারে বোর্ডের এক কর্মকর্তার জানিয়েছেন, জানুয়ারি-ফেব্রুয়ারিতে চায়ের নিলাম মূল্য ৫৯৫ থেকে বেড়ে হয়েছে ৬৪৫ রুপি। বিশ্বের ১০টিরও বেশি দেশের মানুষের প্রথম পছন্দ শ্রীলংকার চা। এর মধ্যে রয়েছে তুরস্ক, ইরাক, রাশিয়া, ইরান, লিবিয়া ও আজারবাইজান।

সানবিডি/এনজে