মার্চেেও ডিলারে সেরা ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-০৬ ২২:২২:১০


চলতি বছরের মার্চ মাসের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। মার্চ মাসের লেনদেনের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করেছে ডিএসই।

মার্চে ডিলার তালিকার শীর্ষ স্থানটি দখলে রেখেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারিতেও শীর্ষ স্থানে ছিল।

মার্চে ডিলারের দ্বিতীয় স্থানে শেলটেক ব্রোকারেজ লিমিটেড এবং তৃতীয় স্থানে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড রয়েছে।

শীর্ষ ডিলারের তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, দোহা সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, সার সিকিউরিটিজ লিমিটেড, এম সিকিউরিটিজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ, ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট, শাকিল রিজভি স্টক, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর