মিরকাদিম পৌর মেয়রের বাসায় বিস্ফোরণ, দগ্ধ ১৩

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৪-০৭ ০৯:০২:৩৭


মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেয়রের স্ত্রী, ৪ জন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছে। তবে মেয়র অক্ষত রয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে মেয়রের বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ১১ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেয়রের বাসায় দাপ্তরিক কাজে যান ৪-৫ জন ওয়ার্ড কাউন্সিলর, অফিস স্টাফ ও কর্মীরা। এ সময় ৪ তলা ভবনের চতুর্থ তালায় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন মেয়রের স্ত্রীসহ বেশ কয়েকজন।

তাৎক্ষণিক দগ্ধ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১১ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকী দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পক্ষ থেকে দাবি করা হয়, দুর্বৃত্তদের নিক্ষেপ করা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, গ্যাসের লিকেজ থেকেও তা হতে পারে।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব খান বলেন, রাত সাড়ে আটটার দিকে তাঁরা ঘটনাটি শোনেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে বোমার কোনো আলামত পাননি। তারপরও বোমা বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ঘটনার পরপরই তাঁরাও সেখানে যান। বোমার কোনো আলামত পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে সম্পূর্ণ ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।