লীনার এখন কবুতরের বানিজ্যিক খামার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-০৭ ১১:১৭:৩০
ছাত্রী বয়স থেকেই লীনা বাড়িতে শখের বসে কবুতর পুষতেন। এরপর বিয়ে হয়ে গেলেও তার সেই শখ থেকেই যায়। দুটি সন্তানের মা লীনা দেশের বিভিন্ন এলাকা থেকে এখন কবুতর সংগ্রহ করেন। কবুতর সংগ্রহে স্বামী শরিফুজ্জামান উৎসাহ দেন লীনাকে। এভাবে এক জোড়া দু’জোড়া করতে করতে লীনার বাড়ির ছাদে গড়ে উঠেছে রীতিমত একটি কবুতরের খামার।
লীনার খামারে রয়েছে দৃষ্টিনন্দন কবুতর জোড়া লাহিড়ি, বিক পোর্টার বল, কাশ্মিরি জ্যাকোবিন, বাঁশিরা কোকা, চাইলি আউল, সোয়া চন্দন, গিরিবাজ ও পারভীন।
এরশাদপুর একাডেমীর সহকারী শিক্ষক শরিফুজ্জামানের স্ত্রী লীনার শখ এখন ব্যবসায়ে রূপান্তরিত হয়েছে। তিনি এখন ব্যস্ত থাকেন ষোল থেকে কুড়ি হাজার টাকা মূল্যের জোড়া কবুতর কিনতে ও বিক্রি করতে।