ঠাকুরগাঁওয়ে দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৪-০৯ ১২:২৯:৫৫


লকডাউন চলাকালীন ঠাকুরগাঁও জেলার ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করেছে ঠাকুরগাঁও জেলার ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাক মামুনুর রশিদ, সহ সভাপতি আব্দুস সালাম, বিসিক শিল্প ও মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি অতুল রায়, চেম্বার অব কমার্সের পরিচালক এস এম শাওন চৌধুরী, জামাল হোসেন প্রমুখ।

এসময় ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও জেলা ব্যবসায়ী সমিতির নেতাসহ ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন আগামী ১০এপ্রিল শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার দোকানপাঠ খুলে দিতে হবে। অন্যথায় ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে তারা এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের কাছে স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক জানান, ৯ থেকে ১৩ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।