সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৯ ১৬:৩১:৪১


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন দুই কোটি ২৬ লাখ ৩৬ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকা ৪০ পয়সা।

এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেডের দর কমেছে ১০ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট এক কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা।

ডিএসই’র তালিকায় তৃতীয় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের দর কমেছে ১০ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৯ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন পাঁচ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২৬ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ কোম্পানির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমএল ডাইং লিমিটেডের ১০ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ১০ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের ১০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ১০ শতাংশ, নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের ৯.৯৮ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৯.৯৬ শতাংশ এবং সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৯.৯৬ শতাংশ কমেছে।