১২ এপ্রিল শেষ হচ্ছে একুশে বইমেলা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-১০ ১৫:০৭:১২


আগামী ১২ এপ্রিল শেষ হচ্ছে চলমান অমর একুশে গ্রন্থমেলা। শনিবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।

এ বছরের বইমেলা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। তবে ওইদিন থেকে সর্বাত্মক লকডাউন শুরুর ঘোষণা আসায় নির্ধারিত সময়ের দুইদিন আগেই বইমেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

এই সিদ্ধান্তের ফলে প্রকাশকেরা তাদের স্টল থেকে বই সরিয়ে নিতে ও গোছগাছ করার জন্য একদিন সময় পাবেন।

দেশে মহামারি করোনার নানা বাধা পেরিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয় এবারের বইমেলা। শুরুতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলার সময়সূচি ধার্য করা হলেও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মেলার সময় কমিয়ে সন্ধ্যা ৬টায় শেষ করার সিদ্ধান্ত হয়। এরপর দেশজুড়ে সরকার চলাচলে বিধিনিষেধ আরোপ করায় ফের বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনে বেলা ১২ট থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

সানবিডি/এনজে