বাগেরহাটে ৪৪২ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১০ ১৫:২২:০৩
শুষ্ক মৌসুমে হঠাৎ ঝড় এবং অতিরিক্ত তাপমাত্রায় বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।টানা খরা ও গরম বাতাসে ধান চিটা হয়ে গেছে। বাতাসের তোড়ে কিছু ক্ষেতের ধান মাটিতে হেলে পড়েছে। সম্প্রতি হঠাৎ গরম ঝড়ো হওয়ায় কৃষকদের ক্ষেতের ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পাশাপাশি অনাবৃষ্টিতে ধানের ফলন ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় নয় উপজেলায় চলতি মৌসুমে ৫৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে অনাবৃষ্টি ও গরম ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪২ হেক্টর জমির ধান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিতলমারী উপজেলায়। এ এলাকায় ২০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যথাসময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে ক্ষতির পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়বে।
জেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানান, ফলন্ত ধানের এমন ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। মহামারি করোনা পরিস্থিতিতে আত্মীয়স্বজন ও বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ধানের আবাদ করেছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বড় একটি অংশ। এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব না হলে জীবিকার জোগান দেয়া দূরের কথা ঋণ পরিশোধ করাই কঠিন হয়ে পড়বে এসব কৃষকের জন্য।
সানবিডি/এনজে