বার্সাকে হারিয়ে সবার উপরে রিয়াল

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১১ ১৭:৪৯:০১


দুর্দান্ত জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল। ১৫ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে দুবার বল পাঠাল রিয়াল মাদ্রিদ। বিরতির আগে ব্যবধান বাড়তে পারতো আরও। প্রথমার্ধের ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। তবে হার এড়াতে পারেনি তারা।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় ২-১ গোলে জিতেছে রিয়াল। করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। বার্সেলোনার একমাত্র গোলটি করেন অস্কার মিনগেসা।

রিয়ালের জয়ে তিনে নেমে গেল বার্সেলোনা, ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারীরা। এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও রিয়ালের সমান ৬৬।

লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল রিয়াল, অপরাজিত রইল টানা ১০ ম্যাচে। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারল বার্সেলোনা।