আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-১২ ১৩:০৩:১৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল মঙ্গলবার থেকে স্পট মার্কেটে হবে। স্পট মার্কেটে যাওয়া কোম্পানি ৩টি হলো-ন্যাশনাল ফিড মিলস,পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং আমান কটন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে , কোম্পানি তিনটির মধ্যে ন্যাশনাল ফিড মিলস ও আমান কটনের শেয়ার লেনদেন ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত স্পট মার্কেটে হবে।

স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আমান কটন ন্যাশনাল ফিড মিলসের শেয়ার লেনদেন ১৮ এপ্রিল এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন ১৯ এপ্রিল বন্ধ থাকবে।