দেশে প্রথমবারের মতো সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-১২ ১৩:২১:০৮
ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সাড়ে ১২ কেজির জন্য ৯৭৫ টাকা ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দেশে প্রথম বারের মতো এ জ্বালানিপণ্যের দাম ঘোষণা করলো বিইআরসি।
সোমবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কমিশন ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেন বিইআরসি’র চেয়ারম্যান আব্দুল জলিল। একই সংগে ভোক্তা পর্যায়ে এলপিজি’র মূল্যহার নির্ধারণ বা পুনর্নির্ধারণ সম্পর্কে কমিশনের আদেশ www.berc.org.bd সাইটে আপলোড করা হয়।
এতদিন এলপিজি’র দর কোম্পানিগুলোর ইচ্ছাধীন ছিল। দর নির্ধারণের বিষয়ে অনেকদিন ধরেই কথা হলেও এটি জ্বালানি বিভাগ, বিইআরসি নাকি বিপিসি করবে তা নিয়ে চলছিল রশি টানাটানি। সর্বশেষ ক্যাবের এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এলপিজি’র দর নির্ধারণ করার জন্য বিইআরসি’কে শোকজ করে। সে মোতাবেক দর চূড়ান্ত করার প্রক্রিয়ায় অংশ হিসেবে ১৪ জানুয়ারি গণশুনানি গ্রহণ করে বিইআরসি।
ওই গণশুনানিতে প্রমিতা এলপিজি ১২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি ৮৫৩ টাকা, সরকারি কোম্পানি বিএলপিজি ৭০০ টাকা এবং এলপিজি অপরেটস এসোসিয়েশন ১২৫৯ টাকা করার প্রস্তাব জমা দেয়।
দেশে বর্তমানে রান্না ও পরিবহনের জ্বালানি হিসেবে বছরে ১০ লাখ মেট্রিক টন এলপিজি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে সাড়ে ১৫ হাজার টন সরকারি কোম্পানি বাজারজাত করছে। বাকি প্রায় ৯ লাখ ৮৫ হাজার টন আমদানি করছে বেসরকারি কোম্পানিগুলো।
দেশে ব্যবহৃত এলপিজির সাড়ে ৯৮ ভাগই আমদানি নির্ভর। সরকার এখন পর্যন্ত ৫৬টি কোম্পানি অনুমোদন দিয়েছে। এরমধ্যে ২৮টি মার্কেটে রয়েছে ২০টি প্রস্তুতি নিচ্ছে। সরকারি কোম্পানির মার্কেট শেয়ার মাত্র দেড় শতাংশ।
এলপিজি মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রিত জ্বালানি। দেশে গ্যাস সংকট বাড়তে থাকায় এলপিজির চাহিদা ক্রমেই বাড়ছে।
সানবিডি/এ এ/ খান