কাস্টমসের ৮ কর্মকর্তাকে বদলি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১২ ২২:০৩:৫৩
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এর লাগাম টেনে ধরতে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ জারি করেছিল সরকার। এবার ১৪ এপ্রিল থেকে নতুন করে সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণাসহ কঠোর বিধিনিষেধ করা হয়েছে।
এরই মধ্যে কাস্টমস বিভাগের আট সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুধু তাই নয়, তাদেরকে ১৫ এপ্রিলের মধ্যে বদলি করা নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১১ এপ্রিল) এনবিআরের দ্বিতীয় সচিব মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এক আদেশে একযোগে সহকারী রাজস্ব কর্মকর্তাদের ঢাকা, খুলনা, রংপুর ও কুমিল্লার বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে।
এ বিষয়ে এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন সোমবার (১২ এপ্রিল) বলেন, রাজস্ব আহরণে গতি ফেরাতে প্রতিষ্ঠানে রদবদল করা হয়ে থাকে। এটা স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। বিধিনিষেধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
আদেশে ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পাঁচ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
কাস্টমসের দক্ষিণ অফিসে কর্মরত ফারহানা হাসানকে কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে, দক্ষিণের কাস্টমস অফিসের হাসনাইন আহমেদকে রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটে, একই অফিসের মো. সারোয়ার জাহান খান, অমিত কুমার দাস ও মো. মোস্তাফিজুর রহমান নান্নাকে খুলনা ও রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।
অন্যদিকে, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সমীর বিশ্বাস, খুলনার মো. বজলুর রহমান ও কুমিল্লার রাজীব রায়কে ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।