এবার ৭৬ দিনেই বুখারি শরিফ মুখস্থ করলেন মাওলানা মাহবুব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৩ ১৩:০৫:০৪
মাত্র ৭৬ দিনে বুখারি শরিফ মুখস্ত করে রেকর্ড গড়েছেন রাজধানীর পূর্বাচলের মারকাযুস সুনান মাদরাসার হিফজুল হাদিস বিভাগের শিক্ষার্থী মাওলানা মাহবুবুর রহমান। মাত্র ২১ বছরের এ যুবক ৭৬ দিনেই ইলমে হাদিসের বিশুদ্ধ ও বিখ্যাত গ্রন্থ বুখারি শরিফ মুখস্ত করার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।
তরুণ এ শিক্ষার্থী মাত্র ২ মাস ১৬ দিনের প্রচেষ্টায় পুরো বুখারি শরিফ মুখস্ত করেছেন। বুখারি শরিফের হাফেজ মাওলানা মাহবুবুর রহমানকে গত ২৭ মার্চ মাদরাসা কর্তৃপক্ষ সংবর্ধনা দেন। মাদরাসার পক্ষ থেকে তাঁকে পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হয়।
মাওলানা মাহবুবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব নজরুল ইসলাম রাজের সভাপতিত্বে দেশবরেণ্য ইসলামিক স্কলারদের মধ্যে শায়খ আহমাদুল্লাহ, মাওলানা রুহুল আমিন সাদি, শায়খ আব্দুল মালেক আল-মাদানি, মাদরাসার মুতাওয়াল্লী আলহাজ জহির উদ্দিনসহ অনেক আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শায়খ আহমদুল্লাহ বলেন, কুরআন শরিফ হিফজের থেকেও হাদিস হিফজ করা বেশ কষ্টসাধ্য কাজ। এই কষ্টসাধ্য কাজে নিজের স্বাক্ষর রাখায় শিক্ষার্থী মাওলানা মাহবুবুর রহমানের প্রতি বিশেষ শুভ কামনা জানাচ্ছি।
সংবর্ধনা অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ বুখারি শরিফের বিভিন্ন অংশ থেকে নির্বাচিত কিছু হাদিস শোনেন এবং মাওলানা হাবিবুর রহমানের হিফজ সম্পর্কিত পরীক্ষা গ্রহণ করেন।
পূর্বাচলের মারকাযুস সুন্নাহ মাদরাসা এই প্রথম বাংলাদেশে তাখাসসুস ফিল হাদিস বিভাগের বাইরে ‘হিফজুল হাদিস’ বিভাগ চালু করেছে। হাদিস মুখস্থকারী শিক্ষার্থীদের জন্য মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি শফিকুল ইসলাম হিফজুল হাদিস বিভাগটি চালু করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ২৪ বছরের যুবক হাফেজ হাবিবুল্লাহ সিরাজী আরও কম সময়ে ৪২ দিনে পুরো বুখারি শরিফের হাদিসগুলো মুখস্থ করার কৃতিত্ব অর্জন করেন। সে সময় তিনি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়-এ ‘আল-হাদিস হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ বিষয়ে মাস্টার্সে অধ্যয়ন করছিলেন। এর আগে হাবিবুল্লাহ সিরাজী ২০০২ সালেই পবিত্র কুরআনুল কারিমের হেফজও সম্পন্ন করেন।