ডিএসই‘র লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৩ ১৩:৫৬:২৪


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির মোট ৪০ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র মতে কোম্পানিটি ৫৭ লাখ ৭২ হাজার ৭৫৪টি শেয়ার হাতবদল করেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকা।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডি ফাইন্যান্স লিমিটেড। বিডি ফাইন্যান্স’র ৭৭ লাখ ২৮ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৫৮ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ টাকা ৮০ পয়সা।

রবি আজিয়াটা লিমিটেড রয়েছে তালিকার তৃতীয় স্থানে। কোম্পানিটির ৫১ লাখ ৫৮ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ২২ কোটি ৭৫ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪.৮০ টাকা।

আজ ডিএসই’র লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।