বৈশাখী পোশাক নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-১৩ ১৭:০২:১৯
বৈশাখী পণ্য বিক্রি করতে না পারায় মুখে হাসি নেই বিক্রেতাদের। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় লকডাউনের প্রভাব পড়েছে এবারের বৈশাখী কেনাকাটায়। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে রাজধানীর বিভিন্ন মার্কেট ও ফ্যাশন হাউজে এমন অবস্থা দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, রাত পোহালেই পহেলা বৈশাখ। তবে রাজধানীর মার্কেটগুলোতে নেই ক্রেতার সমাগম। বৈশাখী আমেজে বিক্রি তো দূরের কথা, স্বাভাবিক সময়ের তুলনায় বেচাকেনা অর্ধেকে নেমেছে। বৈশাখ উপলক্ষে তারা লগ্নি করে পণ্য তুলেছেন। যার প্রায় পুরোটাই অবিক্রিত থেকে যাচ্ছে। ক্ষতি পোষাতে সরকারি সাহায্য না পেলে পথে বসতে হবে ব্যবসায়ীদের।
এদিকে আড়ং, অঞ্জনস, রঙ বাংলাদেশ, বিশ্বরঙ, কে-ক্রাফট, সাদাকালো, বাংলার মেলা, বিবিয়ানা ও নিপুণসহ বেশির ভাগ ফ্যাশন হাউজ তাদের শো রুমে বৈশাখের নতুন পোশাক তুলেছে।
বৈশাখের পাঞ্জাবিতে প্রাধান্য পেয়েছে নিখুঁত নকশা আর সূচকর্মের সম্মিলিত ক্যানভাস। রঙের ক্ষেত্রে অপ্রচলিত রঙও রয়েছে লাল-সাদার পাশাপাশি। নারীদের শাড়ি, থ্রি-পিসে লাল-সাদার পাশাপাশি গেরুয়া রঙয়ের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আর বাচ্চাদের জন্য হাতের কাজের নকশার পাঞ্জাবি, ফতুয়া ছিল দোকানগুলোতে।