ভারতে করোনায় একদিনে রেকর্ড ১০২৭ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৪ ১৫:২৫:৪৩
মহামারি করোনাভাইরাসের প্রকোপে কোণঠাসা ভারত।দেশটিতে মহামারির ঢেউ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।প্রতিদিন লাখের বেশি আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিল বড় হচ্ছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। যা গত ছয়মাসে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৮৫ হাজার ৩৭২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০২৭ জন, যা গত ৬ মাসের মধ্যে রেকর্ড মৃত্যু।
ওয়ার্ল্ডওমিটারসের বুধবার সকালের তথ্যনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৮৫ হাজার ২৪৮ জন শনাক্ত হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ।
একই সময়ে মারা গেছেন ১ হাজার ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে।
সানবিডি/এনজে