শাহজাদপুরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-১৫ ১৯:২৯:২৫
বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্যাংকলরির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হালুয়াঘাটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া কয়রা গ্রামের আলতাব হোসেন ও আবু শামা। আহত সিএনজিচালক নাসির হোসেনের (৩৫) বাড়ি নাটোরের বড়াইগ্রামে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে একটি ট্যাংকলরি বগুড়া যাচ্ছিল। পথে হালুয়াঘাটিতে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আলতাবকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৩টার দিকে আবু শামা নামে আরও এক যাত্রী মারা যান।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্যাংকলরি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।