আল আকসায় আজান বন্ধ করলো ইসরাইল, জর্ডানের নিন্দা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৫ ১৮:১৬:৩৬


মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসার মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। রমজানের প্রথম দিনেই (মঙ্গলবার) ইসরাইল মাইকে আজান দিতে বারণ করে এবং মাইকের তার কেটে দিয়ে যায়। খবর আরব নিউজের।

এ ব্যাপারে ইসরাইলি পুলিশ জানায়, আজানের কারণে নাকি ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে, তাই মিনার থেকে মাইকে আজান দেয়া যাবে না।

জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরাইলি পুলিশ হয়রানি করছে বলেও পাওয়া গেছে।

জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরাইল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে। এতে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত ও উসকানি দিচ্ছে।

বিগত ১৯৬৭ সালে ফিলিস্তিনে দখলদারিত্ব শুরুর পর এই প্রথম আল আকসায় আজান দেয়া বন্ধ করল ইসরাইল।

সানবিডি/এনজে