২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৫ ১৯:০৭:৫৭
সাগরে মৎস্য সম্পদের সুরক্ষায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশের বিশাল সামুদ্রিক জলসীমায় বিভিন্ন প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে জারি করা প্রজ্ঞাপনে ওই ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সানবিডি/এনজে