ইসলামী ব্যাংক তিনটি জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৬ ১৩:০৭:০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল, বগুড়া ও খুলনা জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।
এতে আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এ এম হাবিবুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মোঃ আলতাফ হুসাইন, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী এবং জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমান, বগুড়া জোনপ্রধান মো. আবদুস সোবহান, খুলনা জোনপ্রধান মো. আবদুস সালাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কুতুবুদ্দীন, আহমেদ জোবায়েরুল হক এবং মিফতাহ উদ্দীন।
সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং তিনটি জোনের অধীন শাখা প্রধান, ম্যানেজার অপারেশনস ও ডিপার্টমেন্টের ইনচার্জরাও অংশ নেন।