করোনা পরবর্তী অর্থনীতি : চীনে রেকর্ড ১৮.৩ শতাংশ প্রবৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৬ ১৬:৪৭:২৫
বছরের প্রথম ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদনে চীন জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও দেশটি প্রায় তিন দশকের সর্বোচ্চ ১৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সিএনএন ও বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ১৯৯২ সালের পর থেকে এ পর্যন্ত সময়ে ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি পেয়েছে। শুক্রবার চীন সরকারের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের প্রকোপের মুখে পড়ে গত বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থনীতির সিংহভাগ কার্যক্রম বন্ধ ছিল। জানুয়ারি থেকে মার্চে প্রবৃদ্ধি হয়েছিল শূন্য দশমিক ৬ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে তা ৬ দশমিক ৫ শতাংশে গিয়ে ঠেকে।
এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, চীনের অর্থনীতি ভালোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে। মহামারির মধ্যে গোটা ২০২০ সালে বিশ্বের অন্যান্য যে কোনো দেশের চেয়ে ভালো অর্থনৈতিক অগ্রগতি এনেছে চীন। পুরো বছরের হিসাবে ২০২০ সালে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে করোনাভাইরাসের উৎস দেশটি। চীনা কর্তৃপক্ষ গত বছরের অর্থনৈতিক গতিকে ‘যতটা আশা করা হয়েছিল তার চেয়ে ভালো’ বলে আখ্যা দেয়।
আগের বছরের একই মাসের তুলনায় গত মাসে আমদানি ৩৮ শতাংশের বেশি বেড়েছে। এর মানে দাঁড়ায়, চীনের অভ্যন্তরে মানুষজনের চাহিদা বাড়ছে। অন্যদিকে, একইভাবে চীনের রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ।
সানবিডি/ এ এ