১০ বছরে ব্যারেলে ৪০ ডলার কমবে তেলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৭ ১৪:৪৮:৫৬
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বেশ জোরালোভাবে কাজ করছেন বিশ্বনেতারা। এজন্য কার্বন নির্গমন কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জাতিসংঘও, যার অংশ হিসেবে দেশে দেশে জ্বালানির ব্যবহার হ্রাস করছে সরকারগুলো। আর এ চেষ্টা অব্যাহত থাকলে এর প্রভাব পড়বে জ্বালানি তেলের বাজারে। এডিনবার্গভিত্তিক বাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির (উডম্যাক) পূর্বাভাস বলছে, জ্বালানির ব্যবহার কমিয়ে আনার ফলে আগামী দশ বছরের মধ্যে (২০৩০ সাল নাগাদ) জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৪০ ডলারে নেমে আসবে। খবর রয়টার্স।
এ ব্যাপারে উডম্যাক বলছে, বিশ্বব্যাপী কার্বন নির্গমন কমাতে কঠোর অবস্থানে রয়েছেন সরকারপ্রধানরা। এজন্য শিল্প ও পরিবহন খাতে জ্বালানির পরিবর্তে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর প্রতি ঝুঁকছেন তারা। প্যারিস চুক্তির আওতায় বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনতে তারা এ উদ্যোগ নিয়েছেন।
সানবিডি/এনজে