লন্ডনে অর্থমন্ত্রীর বড় জামাতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৪-১৯ ০৯:৩৩:২৮


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন (৪৬) লন্ডনে মারা গেছেন। রোববার (১৮ এপ্রিল) লন্ডনের পুলিশ বাসার তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে, পুলিশ যখন উদ্ধার করেন, তারও দুদিন আগে দিলশাদ হোসেন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

জানা গেছে, ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ভাগনে ও সাঈদ খোকনের ফুপাতো ভাই দিলশাদ হোসেন। তাঁর পরিবারের সদস্যরা অবস্থান করছেন দেশে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন পুরো বিষয়টি তদারকি করছে।