দুই মাস ধরে বাড়তির দিকে তামার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৯ ১৪:১০:৪৯


গত ফেব্রুয়ারিতে হঠাৎ করেই বেড়ে যায় তামার দাম।মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক তথ্য-উপাত্ত প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দুই মাসের মধ্যে সর্বোচ্চে ওঠে বৈশ্বিক তামার দাম। সেই থেকে গত দুই মাস ধরে এখনো বেশ ভালো অবস্থায় তামার বাজার। গত শুক্রবার সর্বশেষ কমেছে তামার দাম। তবে সাপ্তাহিক মূল্যপতনের পরও গত বছরের তুলনায় বৈশ্বিক তামার দাম বর্তমানে সঠিক পথেই রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

বিশ্লেষকদের ধারণা, বর্তমানে ধাতুটির দাম গত বছরের তুলনায় বেশ ওপরে রয়েছে। সামনে এটির দাম আরো বাড়বে। অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় চলতি বছরের শুরুতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বেশ ত্বরান্বিত হয়। তবে এখনো তা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বৈশ্বিক তামার বাজারে এর একটা প্রভাব রয়েই গেছে বলে মনে করছেন তারা।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম সর্বশেষ ১ শতাংশ কমে টনপ্রতি ৯ হাজার ১৯০ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় তামার বর্তমান দাম এখনো ৩ শতাংশের ওপরে রয়েছে।

সানবিডি/এনজে