লকডাউনে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে নিয়মিত ফ্লাইট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৯ ১৯:১৪:১১


মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়বে। ফলে আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী সাত দিন কোন শিডিউল ফ্লাইট তথা নিয়মিত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলবে না।

আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন  ।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা অভ্যন্তরীণ ফ্লাইট চালু করতে চেয়েছিলাম। সেই প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু আমাকে জানানো হয়, বিষয়টি তারা আরও কিছুদিন পর্যবেক্ষণ করবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। যার কারণে আমাদের নিয়মিত ফ্লাইট চালুর যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা আপাতত হচ্ছে না। বর্তমানে আমরা শুধু বিশেষ ফ্লাইট চালু রাখব। বাকি সব বন্ধ থাকবে। কিন্তু কার্গো বিমান, স্পেশাল/চাটার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলবে।’

উল্লেখ্য, মহামারির সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। আর সরকারি কঠোর বিধিনিষেধের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ।

সানবিডি/এনজে