করোনায় আক্রান্ত মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২০ ১২:১০:১৭


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাকে দিল্লি এইমসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে গত বছর মে মাসে বুকে ব্যথা নিয়ে একবার এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। ২০০৯ সালে তার হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছে।

তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, ‘প্রিয় মনমোহন সিংজি আপনার দ্রুত আরোগ্য কামনা করি। এই সঙ্কটের সময়ে দেশ আপনার পরামর্শপেক্ষী।

এদিকে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির মোট সংক্রমণের প্রায় ৭৯% এসেছে মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান থেকে। এই তালিকায় পরের রাজ্যগুলো হলো- তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, কেরল, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়।

এদিন আইসিএমআর কর্তা মোহন ভার্গব বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। তবে এবার উপসর্গ খুব কম। এবার বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা গিয়েছে। কিন্তু আগের বার শুকনো কাশি, গাঁটে ব্যথা আর মাথাব্যাথার মতো উপসর্গ ছিল।‘

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস