দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২০ ১৪:৩৬:৫৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৯৬৩ বারে ১৬ লাখ ৮৫ হাজার ৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৭৭২ বারে ৭ লাখ ৮২ হাজার ৬৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আনোয়ার গ্যালভাইজিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৭১০ বারে ১ লাখ ৪০ হাজার ৪৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোলডেনসনের ৯ দশমিক ৫৬ শতাংশ, সাইন পুকুর সিরামিকসের ৯ দশমিক ৫৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮ দশমিক ৭৫ শতাংশ, উত্তরা ফাইনান্সের ৭ দশমিক ৯৩ শতাংশ, মাইডান ফাইনান্সের ৭ দশমিক ৮৫ শতাংশ, ম্যাকসন্ স্পিনিংয়ের ৭ দশমিক ৬৯ শতাংশ ও আনলিমা ইয়ার্নের ৬ দশমিক ৫২ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৪:৩৬/২০/৪/২০২১