দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-০৯ ১৫:২৬:৫৭
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪১৬ বারে ৯ লাখ ৪৯ হাজার ৬৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৪ বারে ৭ হাজার ৯১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজ উদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩১৩ বারে ২২ হাজার ৬৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৪৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৪.৩৪ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৩.৭০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান’র ৩.৬৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩.৬৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩.৩৩ শতাংশ এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শেয়ার দর ৩.১৫ শতাংশ কমেছে।
এসকেএস