এনবিআর কমিশনার আলী আসগরের মৃত্যুতে চেয়ারম্যানের শোক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-২০ ১৯:৪৯:১৭
এনবিআর এর কর বিভাগের কর্মকর্তা কমিশনার মো: আলী আসগর এর মৃত্যুতে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৫:১৯ টায় আলী আসগর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন)।
তিনি কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি ত্রয়োদশ বিসিএসের কর কাডারের একজন মেধাবি, দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
এক শোক বার্তায় আলী আসগর এর মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তাঁর বাড়ি শরীয়ত পুরের গোসাইরহাট থানায়। এলাকায় নানাবিধ সমাজিক কল্যানমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কণ্যা রেখে গেছেন। পরম করুনাময় আল্লাহ্ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
সানবিডি/ এমএইচআর