কর্মজীবী নারীদের এক তৃতীয়াংশ এখনো বেকার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-২১ ১৪:৪১:২৫
মহামারি শুরুর আগে কাজ ছিল। কিন্তু বর্তমানে বেকার এমন মানুষ রয়েছে ৮ শতাংশ। কর্মহীনতার এ ধারা নারীদের জন্য বেশ আশঙ্কাজনক। কভিডের আগে কর্মজীবী ছিলেন এমন নারীদের এক-তৃতীয়াংশ গত বছরের জুন থেকে এখনো বেকার। পুরুষদের ক্ষেত্রে এ হার নেমে এসেছে ১৬ থেকে ৬ শতাংশে।
২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণার তৃতীয় ধাপে এসব তথ্য উঠে এসেছে। টেলিফোনের মাধ্যমে দেশব্যাপী তিন ধাপে এ জরিপ করা হয়। জরিপে কভিড-১৯-এর কারণে সৃষ্ট দারিদ্র্যের গতিপ্রকৃতি এবং স্বল্প আয়ের মানুষদের মাঝে এর প্রভাব সম্পর্কে গবেষণা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, শহুরে বস্তিতে কভিড-পূর্ব অবস্থার আয়ের চেয়ে এখনকার আয় ১৪ শতাংশ কম।
সানবিডি/এনজে