দর বৃদ্ধির শীর্ষে একটিভ ফাইন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২১ ১৪:৪৪:১১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৯৬৯ বারে ১৯ লাখ ৫৩ হাজার ৬৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৬৮১ বারে ১১ লাখ ২০ হাজার ৯০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩৩ বারে ২৫ লাখ ৬১ হাজার ৮৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্দো-বাংলা ফার্মার ৯ দশমিক ২৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫৪ শতাংশ, বিডি থাইয়ের ৭ দশমিক ৯৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ৩২ শতাংশ ও ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৪:৪০/২১/৪/২০২১