‘স্বপ্ন’ এখন ঢাকার দোহারে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২২ ১৬:০৫:২৭


ঢাকার দোহারে চালু হলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। নতুন এ আউটলেটে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জয়পাড়া বাজারের দেওয়ান টাওয়ারে স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী রোমান মিয়া, রফিকুল ইসলাম, নিঝু খন্দকার, রাজনীতিবিদ মীর আরিফ হোসেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, স্বপ্ন’র হেড অব ফ্র্যাঞ্চাইজি অপারেশন সমীর ঘোষ সানী প্রমুখ।

স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে নতুন এই আউটলেটে। রয়েছে হোম ডেলিভারি সেবা। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন।

নতুন এই আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৩১৩-০৫৫২৬০