বিরতির পরে সাজ ঘরে দু্ই সেঞ্চুরিয়ান
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২২ ১৬:২০:৪২
মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত আগের দিনের শেষ সেশনের মতো দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছিলেন। তবে দ্বিতীয় সেশনে এসে এই দুই সেঞ্চুরিয়ানকে হারিয়েছে বাংলাদেশ।
শান্ত-মুশফিকের রেকর্ডগড়া তৃতীয় উইকেট জুটিটা ভেঙেছে ২৪২ রানে। লাহিরু কুমারাকে আলতো করে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়েছেন ডাবল সেঞ্চুরির আশা জাগানো শান্ত।
৩৭৮ বল মোকাবেলায় গড়া শান্তর ক্যারিয়ারসেরা ১৬৩ রানের ইনিংসটি ছিল ১৭ বাউন্ডারি আর ১ ছক্কায় সাজানো। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহীম। কিন্তু মুমিনু্লের সঙ্গে তার জুটিটা জমেনি।
চতুর্থ উইকেটে ৩০ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেছেন মুমিনুল। ধনঞ্জয়া ডি সিলভার আলগা ডেলিভারিটি শরীরের বাইরে থেকেই খেলতে চেয়েছিলেন টাইগার অধিনায়ক, বল ব্যাটে লেগে যায় চলে যায় প্রথম স্লিপে।
১২৭ রানে থামে মুমিনুলের ক্যারিয়ারের ১১তম এবং বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি ইনিংসটি। বাঁহাতি এই ব্যাটসম্যান এই ইনিংসে ৩০৪ বল মোকাবেলা করেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন ১১টি।
এরপর মুশফিকুর রহীমের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় আছেন লিটন দাস। দেখেশুনেই খেলছেন তারা। ৫.১ ওভারের জুটিতে অবিচ্ছিন্ন ১৬ রানে। ৪ উইকেটে ৪৪০ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক ২২ আর লিটন ১২ রানে অপরাজিত আছেন।
পাল্লেকেলে টেস্টে আগের দিন উইকেটে সবুজ ঘাসের আধিক্য থাকলেও, টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান ডানহাতি ওপেনার সাইফ হাসান। তবে বিপদ আর বাড়তে দেননি তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।