দেশেই রাশিয়ান ভ্যাকসিন উৎপাদনে চুক্তি হয়েছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২২ ১৯:০৮:০৪


মহামারি করোনা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় মোকাবিলায় দেশেই ‘স্পুটনিক ভি’ উৎপাদনে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। এর পাশাপাশি রাশিয়ার কাছ থেকে কিছু ভ্যাকসিন নগদ অর্থে কেনা হবে। এ ছাড়া চীনের উদ্ভাবিত ভ্যাকসিনও কিনবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এই তথ্য জানান।

দেশেই রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ উৎপাদন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে সেখানে আমরা বলেছি যে, কিছু আমরা ক্যাশ দিয়ে কিনব, আর কিছু এখানে স্থানীয়ভাবে উৎপাদন করব। তবে এক নম্বর শর্ত হচ্ছে যে, ভ্যাকসিন উৎপাদনের ফর্মুলা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।’

সানবিডি/এনজে