মেসির জোড়া গোলে বার্সার বড় জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৩ ০৯:২৯:৪৫
স্প্যানিশ লা লিগার ম্যাচে ফের জোড়া গোল পেলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বৃহস্পতিবার রাতে গেটাফের বিপক্ষে এই জোড়া পান তিনি। এতে ৫-২ গোলে গেটাফেকে হারিয়েছে কাতালান ক্লাবটি।
এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। ৩২ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ও ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে।
ঘরের মাঠে ৮ মিনিটের মাথায় লিওনেল মেসি গোল করে এগিয়ে নেন দলকে। তবে ১২ মিনিটের মাথায় ক্লেমেন্টে ল্যাংলেট আত্মঘাতী গোল করলে সমতায় ফেরে গেটাফে। অবশ্য ২৮ মিনিটের মাথায় গেটাফের সোফিয়ান চাকলা নিজেদের জালে নিজে বল জড়িয়ে আবার এগিয়ে দেন বার্সেলোনাকে। ৩৩ মিনিটে লিওনেল মেসি তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।
বিরতির পর ৬৭ মিনিটে ব্যবধান কমায় গেটাফে। এ সময় পেনাল্টি পায় গেটাফে। আর পেনাল্টি থেকে আনেস উনাল গোল করে ব্যবধান করেন ৩-২।
ম্যাচের শেষ মুহূর্তে আরও দুটি গোল পায় বার্সা। ৮৭ মিনিটে রোনাল্ড আরাউজো ও ৯০+৩ মিনিটের মাথায় আতোঁয়ান গ্রিজমান পেনাল্টি থেকে গোল করেন। তাতে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
অবশ্য পেনাল্টি নিয়ে হ্যাটট্রিক করার সুযোগ ছিল মেসির সামনে। কিন্তু তিনি সেটা না করে পেনাল্টি কিক নিতে দেন গ্রিজমানকে।
সানবিডি/ এ এ