পরিবেশ, শ্রম ও প্রত্নতত্ত্ব অধিদফতরে নতুন মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-২৩ ২২:২১:৫৯
পরিবেশ অধিদফতর, শ্রম অধিদফতর ও প্রত্নতত্ত্ব অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তিনজন নতুন ডিজি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন। গত ১০ এপ্রিল পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব গৌতম কুমারকে শ্রম অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন।
অন্যদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকীকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
এর আগে গত ৩ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মিজান উল আলমকে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক এবং ১ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামানকে শ্রম অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছিল। সেই নিয়োগ আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সানবিডি/এ এ