নাটোরে ট্রাকচাপায় ২ মাদ্রাসাশিক্ষক নিহত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৪-২৪ ১২:১৪:৫৩
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শিক্ষক।
শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং একই মাদ্রাসাশিক্ষক বেলাল হোসেন। আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ।
সিংড়া থানা পুলিশের এসআই কিশোর কুমার রায় বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে তিন মাদ্রাসাশিক্ষক সিংড়ার চলন বিলে এতিম শিশুদের জন্য ধান সংগ্রহ করতে যাচ্ছিলেন।
পথে পুরাতর ফেরিঘাটসংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।