ভৈরবে পঁচা মাছে মুরগির রক্ত মেখে বিক্রি
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২৪ ১৩:৫১:২৮
কিশোরগঞ্জের ভৈরবে খাওয়ার অনুপযোগী পঁচা মাছ কেটে তাতে মুরগির রক্ত মেখে বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে জাটকা বিক্রির দায়ে অপর দুই জেলেকে জরিমানা করা হয়। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের ভৈরবপুর মনামরা ব্রিজ মাছ বাজারে এ ঘটনা ঘটে।
ভৈরবের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পৌর শহরের ভৈরবপুর মনামরা ব্রীজ মাছের বাজারে অভিযান চালিয়ে খাবার অনুপযোগী বিভিন্ন পঁচা মাছ কেটে তাতে মুরগির রক্ত মেখে বিক্রি করার সময় দ্বীন ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। দ্বীন ইসলাম শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা। এ সময় আদালতের নির্দেশে জব্দ করা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।
এ ছাড়া একই সময় ওই বাজারের মাছ ব্যবসায়ী শহরের চন্ডিবের এলাকার আরিফ ও জগন্নাথপুর এলাকার বিজয় চন্দ্র দাসকে জাটকা বিক্রির দায়ে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ কেজি জাটকা জব্দ করে স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, ‘মানুষ এত জঘন্য হতে পারে, ভাবাও যায় না। পঁচা মাছকে টাটকা হিসেবে বেশি দামে বিক্রির জন্য মুরগির রক্ত মেখে বিক্রি করা কত বড় প্রতারণার কাজ।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, পঁচা মাছে রক্ত মেখে বিক্রির দায়ে ভুক্তা সংরক্ষণ অধিকার এবং জাটকা বিক্রির দায়ে মৎস্য আইনে তিনজনকে জরিমানা করা হয়।