ভোমরায় কমেছে পেঁয়াজের পাইকারি দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৫ ১৪:০১:০৫


সাতক্ষীরায় অবস্থিত ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের পাইকারি দাম কমে গেছে। ব্যবসায়ীদের দাবি, ক্রেতারা রমজানের আগেই বেশি পরিমাণে পেঁয়াজ কিনে রেখেছেন। ফলে চাহিদা কমে গেছে। এ কারণে দামও কমে গেছে। ১০-১২ দিনের ব্যবধানে কেজিতে ৬-৭ টাকা পর্যন্ত কমেছে মসলাজাতীয় পণ্যটির দাম। এতে লোকসানে পড়েছে ব্যবসায়ী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। গতকাল ভোমরা বন্দরে আমদানীকৃত পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ২৩ টাকা কেজি দরে, যা রমজানের আগে ছিল ২৯-৩০ টাকা।

এ ব্যাপারে ভোমরা স্থলবন্দরের অন্যতম পেঁয়াজ আমদানিকারক  প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার ঘোষ জানান, তার প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়। প্রতিদিন গড়ে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু রমজান শুরুর পর থেকে পেঁয়াজ আমদানি করে প্রতিষ্ঠানটি লোকসানে পড়েছে।

সানবিডি/এনজে