জয়পুরহাটে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২৬ ১৩:২৩:৩২
জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে উজ্জলকে কালাই থানার শালগুন এলাকা থেকে ছেলে উজ্জলকে আটক করেছে ও স্ত্রী রেনেকা পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ইফতারের আগ মুহুর্তে বাড়ির উঠানে চুলা থেকে ছাই উঠানো নিয়ে শাশুড়ি ছুফিয়া বেগম ও ছেলে উজ্জল চৌধুরীর স্ত্রী মেনেকা বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে ছেল রাগান্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করলে মা গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এঘটনায় সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ছুফিয়া বেগমের ভাই বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে।