আমদানি কম হওয়ায় হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৬ ১৪:০৭:২১


নতুন করে ছাড়পত্র (আইপি) না পাওয়ায় কমে গেছে গেছে পেঁয়াজ আমদানি। আমদানি কমে যাওয়ার ফলে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫-৬ টাকা। এক সপ্তাহ আগে আমদানীকৃত প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২০-২২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৬-২৭ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানিকারকরা আশঙ্কা করছেন নতুন করে পেঁয়াজ আমদানির জন্য ছাড়পত্র না পেলে রমজানের বাকি সময়ে দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল থাকবে।

সানবিডি/এনজে