সিরাজগঞ্জে সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২৬ ২১:০০:১২


সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক এলাকায় এক সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত এলাকায় সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে আলহাজ আব্দুস সালাম সিমেন্ট কারাখনায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রনে আনে এবং উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকান্ডের সময় বন্ধ কারখানায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।