দেশে রেকর্ড ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৬ ২১:৩৭:২৪


দেশে ফের রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।রোববার রাতে ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই নতুন রেকর্ড হয়। এর আগে গত ১৫ এপ্রিল সর্বশেষ ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

এ তথ্য জানিয়েছেন ‍বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী।

এ ব্যাপারে তিনি জানান, রোববার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৫২০ মেগাওয়াট। আর উৎপাদনও হয়েছে ১৩ হাজার ৫২০ মেগাওয়াট এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।

সানবিডি/এনজে