ভোমরায় তিন মাসে দেড় লাখ টন চাল আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৭ ১৪:৩৬:৩৩
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দিয়ে দীর্ঘ চার বছর পর জানুয়ারিতে চাল আমদানি শুরু হয়েছে।গত তিন মাসে এ বন্দর দিয়ে প্রায় দেড় লাখ টন চাল আমদানি হয়েছে। এসব চালের মধ্যে রয়েছে চিকন মিনিকেট, টেন-টেন ও মোটা স্বর্ণা জাত। দামে সাশ্রয়ী হওয়ায় আমদানীকৃত চালের চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশী বাজারে প্রতি কেজি মিনিকেট ৫৫, টেন-টেন ৪৯ ও স্বর্ণা ৪৩ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে ভোমরা স্থলবন্দরের আমদানি -রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুন্দরবন এজেন্সির স্বত্বাধিকারী দীপংকর কুমার ঘোষ জানান, চালসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করে তার প্রতিষ্ঠান। তবে ২০১৭ সালের পর থেকে ভোমরা স্থলবন্দরে চাল আমদানি বন্ধ ছিল। এ বছরের জানুয়ারি থেকে আমদানি আবার চালু হয়েছে। প্রতিদিন গড়ে ৫০০-৬০০ টন চাল আমদানি করে প্রতিষ্ঠান। এসব চালের মধ্যে রয়েছে চিকন মিনিকেট, টেন-টেন, স্বর্ণা ও মুড়ি চাল। এসব চাল সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
ভোমরা শুল্ক স্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৩০৫ টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২৪ হাজার ১০৪ টন, ফেব্রুয়ারিতে ৬২ হাজার ৩১০ ও মার্চে ৫৫ হাজার ৮৯১ টন চাল আমদানি হয়। এসব চালের মূল্য ৪৯১ কোটি ৪৬ লাখ টাকা।
সানবিডি/এনজে