কেজি দরে তরমুজ বিক্রি করায় ১৪ ব্যবসায়ীর জরিমানা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৭ ১৮:০৭:৩৬


ময়মনসিংহে কেজি দরে তরমুজ বিক্রি করার অপরাধে ১৪ ব্যবসায়ীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার  (২৭ এপ্রিল) জেলার নান্দাইল ও জেলা শহরের নতুন বাজার, স্টেশন রোড, চরপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

এ ব্যাপারে তিনি বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তরমুজ বিক্রি, রসিদ সংরক্ষণ না করা ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ময়মনসিংহে ১৪ ব্যবসায়ীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সানবিডি/এনজে